সোমবার, ৯ জুলাই, ২০১২

কম্পিউটার গতি বাড়িয়ে নিন সফটওয়ার ছাড়াই

অনেক সময় দেখা যায় অনেক ভাল ও উন্নত কনফিগারেশন এর কম্পিউটার ও স্লো কাজ করে । এতে করে কাজ করতে অসুবিধায় পড়তে হয়। একটু দেখে কম্পিউটার ব্যাবহার করলে আমরা এ থেকে মুক্তি 
পেতে পারি । নিচে কম্পিউটার ব্যাবহারের গতি বাড়ানোর কিছু টিপস দেওয়া হল 



১. এপ্লিকেশান চালুর আগে পিসির সঠিকভাবে বুট-আপ এ সময় দিন। তাড়াহুড়া করবেন না ।
২. রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র‍্যাম থেকে মুছে যাবে।
৩. ডেস্কটপের ওয়ালপেপার ছোট সাইজের/ লো রেজুলেশানের করুন।
৪. ডেস্কটপের আইকনের বাহার সাজানোর কোন প্রয়োজন নেই
৫. রি-সাইকেল বিন থেকে ফাইল পরিপূর্ণ ভাবে মুছে দিন
৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল যেমন কুকিস, ক্যাশ ইত্যাদি নিয়মিত মুছুন
৭. নিয়মিত(১৫ বা ৩০দিনে) হার্ড-ডিস্ক ড্রাইভ ডিফ্রেগ করুন।
৮. সফটওয়ার ইনষ্টল করুন ২টি ড্রাইভে। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে যখন র‍্যাম ফুল ইউজ হয়।
৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করুন।
১০. ময়লা ও ধুলাবলিমুক্ত রাখুন পিসিকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করুন।
১১. পিসি স্লো মনে হলে রিফ্রেশ করার পাশাপাশি রান এ গিয়ে TREE চাপুন। 

২টি মন্তব্য:

  1. যদি কারো কম্পিউটারের বিষয়ে একটু বেশি অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছে থাকে তাহলে আমাদের ব্লগে ভিজিট করতে পারবেন www.grandhelper.blogspot.com

    উত্তরমুছুন
  2. ভালই লিখেছেন । কম্পিউটার নিয়ে আরো লিখবেন।

    উত্তরমুছুন