শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

ডেক্সটপ এর ফাইল ও ফোল্ডার আইকনের চারপাশের কালার মুছে ফেলুন বা চেঞ্জ করুন সহজেই


বাংলাদেশে কম্পিউটার এর ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কম্পিউটার ব্যাবহার করতে গিয়ে আমাদের নানা ধরনের ঝামেলায় পরতে হয় । তেমনি একটা ঝামেলা হচ্ছে ডেস্কটপের ফাইল ও ফোল্ডার আইকন গুলোর Background এ নিল বা অন্যকোন কালার চলে আশা । এতে দেখতে যেমন খারাপ লাগে তেমনি কোন ফাইল বা ফোল্ডার ক্লিক করে থাকলেও তা বুঝতে কষ্ট হয় । এ ঝামেলায় আমি ও পরেছি । অনেকেই হয়ত এটা জানেন , যারা জানেন না তাদের জন্য শেয়ার করলাম 









অবশ্যঅনেকে আইকন গুলার নাম দেখতে ও বুঝতে সুবিধার জন্য আইকনের চারপাশে কালার ব্যাবহার করে থাকেন ।
চলুন তাহলে প্রথমে দেখা যাক কিভাবে কালার দেওয়া যায়
কালার দেওয়ার প্রথমে Mycomputer এর প্রপারটিজ এ ক্লিক করতে হবে 




০২ এবার Advance > Perfomance Setting > visual effect এ যান এবং use drop shadows for icon labels on the desktop এ চেক তুলে দিয়ে Apply > ok দিন ।



এখন আমরা আইকন গুলার বেকগ্রাউন্ড কালার পরিবরতন করব

প্রথমে ডেক্সটপ এ রাইট বাটন ক্লিক করে প্রপারটিজ এ যান
এরপর Desktop > color এ ক্লিক করে আপনার পছন্দের কালার নিরবাচন করুন
আমি White দিলাম । Apply > ok দিয়ে বেরিয়ে আসুন । দেখবেন পরিবর্তন হয়ে গেছে


এবার আমরা ডেস্কটপ এর আইকন এর বেকগ্রাউন্ড এর কালার টা মুছে ফেলা দেখব

প্রথমে Mycomputer > properties > advance > performance setting > visual effect এ যান ।
এবার use drop shadows for icon labels on the desktop এ চেক করে  দিয়ে Apply > ok দিন
দেখবেন ডেস্কটপ  আইকন এর বেকগ্রাউন্ড এর কালার চলে গেছে ।









শুক্রবার, ২৭ জুলাই, ২০১২

Mycomputer এর Properties অপশন হাওয়া করে চমকে দিন সবাইকে ।


আসসালামুআলাইকুম 
কেমন আছেন সবাই? 
আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে Mycomputer এর Properties অপশন 
Remove করে দেওয়া যায়। যদি এ বিষয়ে জেনে থাকেন তবে দুঃখিত । যারা জানেন না তাদের জন্য এ পোস্ট 


চলুন এবার শুরু করা যাক। 


০১. প্রথমে Run এ যান 
০২. regedit লিখে Enter বাটন চাপুন । 


০৩. এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো খুলবে
০৪. এবার বাম পাশ থেকে 
current user=>Software=>Microsoft=>Windows=>Current Version=>policies=>explorer এ যান 
০৫. এবার ডান পাশে Right button ক্লিক করে new=>DWORD এ ক্লিক করুন 


০৬. এবার ফাইল টির নাম পরিবরতন করুন NopropertiesMycomputer নামে।
০৭. তারপর ফাইল টা তে ডাবল ক্লিক করে Value 1  করে দিন। 


০৮. এবার রিস্টার্ট করে দেখুন আপনার Mycomputer এর Properties অপশন নেই। 
আজ এ  পর্যন্ত , ধন্যবাদ। 



সোমবার, ৯ জুলাই, ২০১২

কম্পিউটার গতি বাড়িয়ে নিন সফটওয়ার ছাড়াই

অনেক সময় দেখা যায় অনেক ভাল ও উন্নত কনফিগারেশন এর কম্পিউটার ও স্লো কাজ করে । এতে করে কাজ করতে অসুবিধায় পড়তে হয়। একটু দেখে কম্পিউটার ব্যাবহার করলে আমরা এ থেকে মুক্তি 
পেতে পারি । নিচে কম্পিউটার ব্যাবহারের গতি বাড়ানোর কিছু টিপস দেওয়া হল 



১. এপ্লিকেশান চালুর আগে পিসির সঠিকভাবে বুট-আপ এ সময় দিন। তাড়াহুড়া করবেন না ।
২. রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র‍্যাম থেকে মুছে যাবে।
৩. ডেস্কটপের ওয়ালপেপার ছোট সাইজের/ লো রেজুলেশানের করুন।
৪. ডেস্কটপের আইকনের বাহার সাজানোর কোন প্রয়োজন নেই
৫. রি-সাইকেল বিন থেকে ফাইল পরিপূর্ণ ভাবে মুছে দিন
৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল যেমন কুকিস, ক্যাশ ইত্যাদি নিয়মিত মুছুন
৭. নিয়মিত(১৫ বা ৩০দিনে) হার্ড-ডিস্ক ড্রাইভ ডিফ্রেগ করুন।
৮. সফটওয়ার ইনষ্টল করুন ২টি ড্রাইভে। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে যখন র‍্যাম ফুল ইউজ হয়।
৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করুন।
১০. ময়লা ও ধুলাবলিমুক্ত রাখুন পিসিকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করুন।
১১. পিসি স্লো মনে হলে রিফ্রেশ করার পাশাপাশি রান এ গিয়ে TREE চাপুন।